Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Friday, 27 December 2013

Incedible India launches short film contest to promote tourism



শর্ট ফিল্ম কম্পিটিশন
বেড়াতে গেলে আপনার সাথে একটা মুভি ক্যামেরা থাকে বা অনেক দিনের ইচ্ছা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবেন, তাহলে এই লেখাটি পড়ুন।
Incredible India (ভারত সরকারের পর্যটন মন্ত্রকের একটি উদ্যোগ) এবং Trivone Digital Services Pvt. Ltd. যৌথ উদ্যোগে একটি ‘শর্ট ফিল্ম’ (Short Film) প্রতিযোগিতা আহ্বান করেছে। উদ্দেশ্য স্বল্প পরিচিত পর্যটনস্থল গুলিকে জনপ্রিয় করে তোলা। আঠারো বছরের বেশী বয়সী ভারতীয় বা বিদেশী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেন। ছবির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের মধ্য এবং বিষয় অপরিচিত বা অল্পপরিচিত কোন পর্যটন স্থলে ভ্রমনের অভিজ্ঞতা। সেরা ছবির পুরস্কার মূল্য পঞ্চাশ হাজার টাকা।   
ফিল্ম আপলোড করবেন - www.pixel13.in

Thursday, 26 December 2013

New website of Mysore



মহীশূরের নতুন ওয়েবসাইট
কর্ণাটকের অতীতের রাজধানী মহীশূ কে (Mysore) ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় করে তুলতে মহীশূর জেলা প্রশাসন একটি নূতন ওয়েবসাইট চালু করেছে। মহীশূর প্যালেস (Mysore Palace), শ্রীরঙ্গপাটনা (Srirangapatna), বৃন্দাবন গার্ডেন (Vrindavan Garden) ইত্যদি বেশকিছু দর্শনীয় স্থানের জন্য ট্যুরিস্টদের কাছে মহীশূর বেশ জনপ্রিয়। আগে শুধুমাত্র দশেরার সমতেই ট্যুরিস্ট আকর্ষনের চেষ্টা করত মহীশূর জেলা প্রশাসন। বর্তমানে সব ঋতুতেই মহীশূর কে জনপ্রিয় করতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হল সব ঋতুতে জনপ্রিয় দশটা পর্যটন কেন্দ্রের একটা হিসবে মহীশূর কে প্রজেক্ট করা।
Website- http://www.destinationmysore.com/

Saturday, 21 December 2013

Honeymoon at Bargi.



একান্তে মধুচন্দ্রিমাঃ বারগি

 বারগি ড্যাম এ সূর্যাস্ত
            বারগি ড্যাম এ সূর্যাস্ত
হাতে ৪দিন সময় আছে? নতুন জীবন শুরু করতে যাচ্ছেন? না দিনযাপনের গ্লানিতে ক্লান্ত? একটু আরামে (পড়ুন, গাঁটের কড়ি খরচ করে কেনা বিলাসিতায়) আর একান্তে সময় কাটাতে চান? চলুন বারগি ড্যাম (Bargi Dam)
জব্বলপুর station এ নেমে গাড়ি নিন। ৪০ কিমি রাস্তা। প্রথমে হাইওয়ে, যত এগিয়ে যাবেন, শহরতলি ছাড়াবেন, তত রাস্তার দুপাশ আপনার চোখ টেনে নেবে। সবুজে সবুজ প্রান্তর শহুরে computer ক্লান্ত চোখকে নিমেষে আরাম দেবে সমস্ত রাস্তাটা একবার আপনাকে পাহাড়ের ওপরে একবার নীচে নিয়ে যাবে। দেখতে দেখতে এসে যাবেন বারগি।

Thursday, 21 November 2013

ট্রেনের খবর জানার জন্য স্মার্টফোন অ্যাপ্‌স



ট্রেনের খবর জানার জন্য স্মার্টফোন অ্যাপ্‌স 


ভারতীয় রেল যাত্রীরা  এখন থেকে তাদের তাদের স্মার্টফোনের মাধ্যমে ট্রেন সঙ্ক্রান্ত খবরাখবর পেতে পারেন।  এই উদ্দেশ্যে RailYatri.in একটি বিশেষ স্মার্টফোন অ্যাপ তৈরি করেছে যার নাম National Railyatri Alert System (NRAS)এর মাধ্যমে ট্রেন যাত্রীরা তাদের যাত্রাপথ, ট্রেন এবং তাদের গন্তব্য বিষয়ে বিভিন্ন তথ্য পাবেন। এমনকি যাত্রীরা তাদের যাত্রাপথে সম্ভাব্য ভীড়, উৎসব-অনুষ্ঠান ইত্যাদি আনুষঙ্গিক বিষয়েও জানতে পারবেন এর মাধ্যমে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আপনার স্মার্টফোনের মাধ্যমে m.railyatri.in এ লগ অন করতে হবে।  



Wednesday, 6 November 2013

Vijayawada – Undavalli – Kondapalli – Amaravati – Nagarjunakonda - Ethipothala – Anupu - Suryalanka Beach




এবার শীতে চলুন নতুন পথে -  অন্ধ্রের অল্প জানা কটি জায়গা



পাখিমন রায়





নাগারজুন সাগর বাঁধ
আরাকু, হায়দ্রাবাদ তো অনেক ঘুরলেন। এবার যদি একটু অন্য দিকে চোখ ফেরাতে চান তবে চলুন এক নতুন পথে- বিজয় ওয়াড়া -উন্ডাভাল্লী কেভ অমরাবতী - নাগারজুনকন্ডা অনুপু ইথিপথালা সূর্যলঙ্কা বীচপ্রকৃতি, ইতিহাস, পুরান, প্রযুক্তি ও তীর্থ ক্ষেত্রের এক অসামান্য সমন্বিত ভ্রমন পথ। চলুন শুরু করি পথ চলা।

Tuesday, 8 October 2013

Massanjore


এক শ্রাবন দিনে ম্যাসাঞ্জোড়

Massanjore Dam
Massanjore

পাখিমন  রায়        

     আমি, আমার বোন, আমার ভূতত্ববিদ বন্ধু, মানে এক কথায় পুরো পাগলের দলটা মাস দু/তিন গেলেই অস্থির হয়ে উঠি বেড়িয়ে পড়ার জন্য। বর্ষাকাল। কোথায় যাব ঠিক করাই মুশকিল। ADA বোনের দৌলতে ম্যাসাঞ্জোড় এ পঃবঃ

Tuesday, 10 September 2013

Incredible India Photo Contest on Google Plus

Incredible India Photo Contest on Google Plus


আপনি বেড়াতে ভালবাসেন?  বেড়াতে গেলে আপনার ছবি তোলার শখ আছে? তবে আপনি Incredible India Global Photography Contest এ যোগ দিতে পারেন।  ভারত সরকারের পর্যটন মন্ত্রক Google+ এর সাথে যৌথ উদ্যোগে ছ’ সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগীতা আহ্বান করেছে। বিশ্বের যে কোন পেশাদার বা অপেশাদার ফটোগ্রাফার এই প্রতিযোগীতায় যোগ দিতে পারেন।

Wednesday, 28 August 2013

টাকার অধঃপতন ও বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ।




টাকার অধঃপতন ও বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ।

টাকার দাম হুড় হুড় করে পড়ছে। খোলামকুচি কে প্রায়  ছুঁ’ল বলে। দেশের অর্থমন্ত্রী প্রবল ঘাবড়ে গিয়ে সবাইকে না ঘাবড়ানোর পরামর্শ দিচ্ছেন। অর্থনীতির পণ্ডিতরা হয় চুপ নয় আবোল তাবোল বুকনি ঝাড়ছেন। এর মধ্যে সবচেয়ে মুশকিলে পড়েছেন সেইসব মানুষেরা অল্প অল্প করে টাকা জমিয়ে যারা জীবনে প্রথমবার বা দ্বিতীয়বার কোন একটা বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছিলেন। ইউরোপ বা আমেরিকা বা নিদেন পক্ষে ব্যাংকক। তাদের ইচ্ছেয় জল ঢেলে দিচ্ছে টাকার এই অধঃপতন। যেসব ট্রাভেল এজেন্সি বিদেশে বেড়াতে নিয়ে যায় তারা আগে কিছুটাকা নিত ডলারে বাকিটা ভারতীয় টাকায়; খবর পাওয়া যাচ্ছে এখন তারা পুরোটাই চাইছে ডলারে। এবার পুজোয় ইচ্ছে থাকলেও ‘বাই-বাই ব্যাংকক’ বলা তাই অনেকেরই বাতিল হছে। এখনই খরচ বেড়ে গেছে প্রায় ৩০%।

Monday, 26 August 2013

পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’।



পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’



সিনেমা ও টিভির দৌলতে পাঞ্জাবী কালচারের সাথে পরিচয় নিশ্চয়ই আপানার আছে। কিন্তু কেমন হবে যদি এরপর পঞ্চনদীর দেশে বেড়াতে গিয়ে ক’দিন কোনো পাঞ্জাবী পরিবারে থাকার সুযোগ পান; ঘরোয়া পাঞ্জাবী খাবার, আর সাথে বল্লে-বল্লে। দেশী ও বিদেশী পর্যটকদের জন্য পাঞ্জাব সরকার অনেকটা এরকমই একটা প্রকল্পের কথা ঘোষনা করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘Bed and Breakfast’. প্রকল্পটি পরিচালনা করবে Punjab Heritage and Tourism Promotion Boardএর জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরী হয়ে গেছে। প্রাথমিক ভাবে প্রকল্পটি শুরু করা হবে পাঞ্জাবের তিনটি শহরে, অমৃতসর, পাতিয়ালা এবং মোহালিতে। পরবর্তিকালে ধিরে ধিরে পাঞ্জাবের অন্য শহরগুলোতেও এটা শুরু হবে। যেসব পাঞ্জাবী পরিবারের প্রয়োজনীয় মানসিকতা এবং সরকার নির্ধারিত মানের অতিরিক্ত থাকার জায়গা আছে তারা এই প্রকল্পের মাধ্যমে কিছু অতিরিক্ত রোজগারের সুযোগ পাবেন।