Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Friday 27 December 2013

Incedible India launches short film contest to promote tourism



শর্ট ফিল্ম কম্পিটিশন
বেড়াতে গেলে আপনার সাথে একটা মুভি ক্যামেরা থাকে বা অনেক দিনের ইচ্ছা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবেন, তাহলে এই লেখাটি পড়ুন।
Incredible India (ভারত সরকারের পর্যটন মন্ত্রকের একটি উদ্যোগ) এবং Trivone Digital Services Pvt. Ltd. যৌথ উদ্যোগে একটি ‘শর্ট ফিল্ম’ (Short Film) প্রতিযোগিতা আহ্বান করেছে। উদ্দেশ্য স্বল্প পরিচিত পর্যটনস্থল গুলিকে জনপ্রিয় করে তোলা। আঠারো বছরের বেশী বয়সী ভারতীয় বা বিদেশী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেন। ছবির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের মধ্য এবং বিষয় অপরিচিত বা অল্পপরিচিত কোন পর্যটন স্থলে ভ্রমনের অভিজ্ঞতা। সেরা ছবির পুরস্কার মূল্য পঞ্চাশ হাজার টাকা।   
ফিল্ম আপলোড করবেন - www.pixel13.in

Thursday 26 December 2013

New website of Mysore



মহীশূরের নতুন ওয়েবসাইট
কর্ণাটকের অতীতের রাজধানী মহীশূ কে (Mysore) ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় করে তুলতে মহীশূর জেলা প্রশাসন একটি নূতন ওয়েবসাইট চালু করেছে। মহীশূর প্যালেস (Mysore Palace), শ্রীরঙ্গপাটনা (Srirangapatna), বৃন্দাবন গার্ডেন (Vrindavan Garden) ইত্যদি বেশকিছু দর্শনীয় স্থানের জন্য ট্যুরিস্টদের কাছে মহীশূর বেশ জনপ্রিয়। আগে শুধুমাত্র দশেরার সমতেই ট্যুরিস্ট আকর্ষনের চেষ্টা করত মহীশূর জেলা প্রশাসন। বর্তমানে সব ঋতুতেই মহীশূর কে জনপ্রিয় করতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হল সব ঋতুতে জনপ্রিয় দশটা পর্যটন কেন্দ্রের একটা হিসবে মহীশূর কে প্রজেক্ট করা।
Website- http://www.destinationmysore.com/

Saturday 21 December 2013

Honeymoon at Bargi.



একান্তে মধুচন্দ্রিমাঃ বারগি

 বারগি ড্যাম এ সূর্যাস্ত
            বারগি ড্যাম এ সূর্যাস্ত
হাতে ৪দিন সময় আছে? নতুন জীবন শুরু করতে যাচ্ছেন? না দিনযাপনের গ্লানিতে ক্লান্ত? একটু আরামে (পড়ুন, গাঁটের কড়ি খরচ করে কেনা বিলাসিতায়) আর একান্তে সময় কাটাতে চান? চলুন বারগি ড্যাম (Bargi Dam)
জব্বলপুর station এ নেমে গাড়ি নিন। ৪০ কিমি রাস্তা। প্রথমে হাইওয়ে, যত এগিয়ে যাবেন, শহরতলি ছাড়াবেন, তত রাস্তার দুপাশ আপনার চোখ টেনে নেবে। সবুজে সবুজ প্রান্তর শহুরে computer ক্লান্ত চোখকে নিমেষে আরাম দেবে সমস্ত রাস্তাটা একবার আপনাকে পাহাড়ের ওপরে একবার নীচে নিয়ে যাবে। দেখতে দেখতে এসে যাবেন বারগি।