Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Wednesday 2 April 2014

NATIONAL PHOTOGRAPHY CONTEST 2014



NATIONAL  PHOTOGRAPHY  CONTEST  2014



ছবি তুলতে ভালবাসেন? ফোটোগ্রাফী কি আপনার নেশা বা পেশা? যোগ দিন এই ফোটোগ্রাফী প্রতিযোগিতায়। জিতে নিন মাসাইমারা, কেনিয়া যাওয়ার সুযোগ। সুপরিচিত রংরূটজঙ্গল বেকন্স এর উদ্যোগে এই প্রতিযোগিতা হচ্ছে। এদের এই উদ্যোগকে ট্রাভেল ক্লাব বেঙ্গলির পক্ষ থেকে সাধুবাদ জানান হচ্ছে। বিচারকের আসনে থাকছেন অশিমা নারাইন(ফোটোগ্রাফি এডিটর, ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার ইন্ডিয়া), ধৃতিমান মুখার্জী, সব্যসাচী চক্রবর্তী।
প্রতিযোগিতাটি তিনটি ভাগে বিভক্তঃ
বিভাগ ১> প্রকৃতি                         Category I: Nature
বিভাগ ২> ভ্রমন                          Category II: Travel
বিভাগ ৩> বন্যপ্রাণী                        Category III: Wildlife
লোভনীয় পুরষ্কার গুলি হল-
১) প্রতি বিভাগের বিজেতা(Champion) ৫০,০০০/- টাকা মূল্যের ক্যামেরা বা লেন্স পাবেন।
২) প্রতি বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী(1st Runner up)  পাবেন ৩০,০০০/- অর্থ মূল্যের লেন্স বা ফোটোগ্রাফী সরঞ্জাম।
৩)  প্রতি বিভাগের তৃতীয় স্থানাধিকারী(2nd Runner up)  পাবেন ২০,০০০/- অর্থ মূল্যের লেন্স বা ফোটোগ্রাফী সরঞ্জাম।
নাম নথিভুক্তকরন, ফোটো আপলোড ও বিস্তারিত তথ্যের জন্য লগ অন করুন এই ওয়েবসাইটেঃ www.rrjbphotocontest.in
শেষ তারিখঃ ৩০শে এপ্রিল, ২০১৪ (April 30, 2014)
সুতরাং ট্রাভেল ক্লাবের বন্ধুরা ক্যামেরা তুলে নিন অথবা পুরনো সম্পদ বাছতে বসে যান আর যোগ দিয়ে জিতে নিন পুরষ্কার।

Tuesday 18 March 2014

Special Sweetmeats of Bengal



মিষ্টির টানে ফিরে দেখা


        মদনমোহনের দোলযাত্রা
দোল বা হোলিতে আমরা অনেক জায়গায় অনেক কারনে বেড়াতে যাই। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে, কোথাও বা আকাশ লাল করা শিমুল পলাশ দেখতে, কখনোও বা দুদিনের ছুটি কাটাতে বেড়িয়ে পড়ি। এবার সবান্ধবে পাড়ি দিলাম আমার নিজের দেশের বাড়ি, দোল উৎসব দেখতে। আর হ্যাঁ মিষ্টি দেখতে আর খেতে।

                     অতিকায় মিস্টি

বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে ৮কিমি ভিতরে দোগাছিয়া গ্রাম। এই গ্রামের সবচেয়ে বড়ো উৎসব হল দোলযাত্রা। এখানে এই উৎসব পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে পালিত হয় চারদিন ধরে। উৎসব শুরুর আগের দিন রাত্রে ন্যাড়া পোড়া দিয়ে এর সূচনা। একটি বিরাট

Monday 10 February 2014

মেঘের দেশে চন্দ্রোদয়



মেঘের দেশে চন্দ্রোদয়


পাখীমন রায়

কাঞ্চনজঙ্ঘা
অনেকদিন একটানা নাগরিক দৌড়ঝাঁপের পর মন উচাটন। পালাই পালাই মনটা পেল প্রেমিকের চিঠি-
একলা আকাশ ডাকছে আমায় -/ সময় হবে তোর ?/ অনেকদিন যে রাত জেগেছিস -/ দ্যাখা হয়নি ভোর, /
সময় হলে আসিস কাছে/ ইচ্ছে ডানায় ভেসে /তুই ও যাবি আমি ও যাব/ মেঘ-পরীদের দেশে।