Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Saturday, 21 December 2013

Honeymoon at Bargi.



একান্তে মধুচন্দ্রিমাঃ বারগি

 বারগি ড্যাম এ সূর্যাস্ত
            বারগি ড্যাম এ সূর্যাস্ত
হাতে ৪দিন সময় আছে? নতুন জীবন শুরু করতে যাচ্ছেন? না দিনযাপনের গ্লানিতে ক্লান্ত? একটু আরামে (পড়ুন, গাঁটের কড়ি খরচ করে কেনা বিলাসিতায়) আর একান্তে সময় কাটাতে চান? চলুন বারগি ড্যাম (Bargi Dam)
জব্বলপুর station এ নেমে গাড়ি নিন। ৪০ কিমি রাস্তা। প্রথমে হাইওয়ে, যত এগিয়ে যাবেন, শহরতলি ছাড়াবেন, তত রাস্তার দুপাশ আপনার চোখ টেনে নেবে। সবুজে সবুজ প্রান্তর শহুরে computer ক্লান্ত চোখকে নিমেষে আরাম দেবে সমস্ত রাস্তাটা একবার আপনাকে পাহাড়ের ওপরে একবার নীচে নিয়ে যাবে। দেখতে দেখতে এসে যাবেন বারগি।

অল্পবয়সি হোটেল ম্যানেজমেন্ট পাস করা ছেলেরা internship করছে এখানে। মালপত্র নিয়ে ঘরে যাবার সময়েই আপনার মন ভাল হতে শুরু করবে। একপাশে সুন্দর কেয়ারি করা ফুলের বাগান আর একপাশে ড্যামের দিগন্ত বিস্তৃত জলরাশি। লম্বা টানা বারান্দা, তার একপাশ দিয়ে ঘর। প্রতিটিই যথেষ্ট বড়, সুন্দর আসবাব দিয়ে সাজান, সুন্দর বাথরুম, লাগোয়া ড্রেসিং রুম সহ। প্রতি ঘরে এসি ও গিজার আছে। সবথেকে মনকাড়া হল প্রতি ঘর সংলগ্ন চওড়া  ঝুল বারান্দা, যা প্রকৃত অর্থেই জলের উপরে।
যদি সপরিবারে যান তাহলেও চিন্তা নেই। ছোটোদের বিভিন্ন রাইড সহ চিলড্রেন পার্ক আছে। যা আপনার সাথে যাওয়া দস্যিটাকে ব্যাস্ত রাখবে আর আপনাকে সুযোগ করে দেবে নরম বিছানায় বা সোফায় গা ডুবিয়ে মানুষ সমান স্বচ্ছ কাঁচের জানলা দিয়ে অথবা বারান্দার চেয়ারে বসে গরম কফির মগ হাতে চেপে ধরে নির্মল আকাশ আর আকাশের সাথে মিলে যাওয়া জলের দিকে তাকিয়ে অলস সময় কাটানোর। Water scooter এবং লঞ্চে ড্যাম ঘোরার ব্যাবস্থা আছে। যদিও ড্যামের জলে নামা ও স্নান করা কঠোর ভাবে নিষেধ।    
ড্যাম সংলগ্ন কটেজ

ড্যাম সংলগ্ন কটেজ
সবথেকে ভাল লাগবে সারাদিন ধরে জলের ছলাৎ ছলাৎ শব্দ। ছোট্ট ছোট্ট ঢেউ এসে বারান্দার নীচের মাটিতে লুটোপুটি খায় সারাদিন। একান্তে নিজেদের চেনাই হোক বা ক্লান্তি কাটানোই হোক, জলের শব্দ শুনে আর বই পড়ে, গান শুনে, গল্প করে কাটিয়ে দিন কয়েকটা দিন। নিজেকে নতুন করে নিয়ে ফিরে আসুন।    

বারগি ড্যামঃ-        নর্মদা নদীর উপর অন্যতম একটি বড় ড্যাম। ওই এলাকায় পানীয় জল সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপন্ন হয়। জব্বলপুর থেকে ৪০ কিমি দঃ পশ্চিমে বিজরা গ্রামের কাছে অবস্থিত।

দ্রষ্টব্যঃ-       সবথেকে কাছে দারুন সুন্দর তেমার ফলস্‌। এছাড়া আসা বা যাওয়ার পথে জব্বলপুর ও ভেরাঘাট তো আছেই।

ঘরভাড়াঃ-           @২৪০০ টাকা (সিজন অনুযায়ী বাড়া কমার খবর নিতে হবে।

খাওয়াদাওয়াঃ-       লাগোয়া রেস্টুরেন্ট আছে। সেখানেই খেতে হবে।

কখন যাবেনঃ-       সারা বছরই যাওয়া যায়।                       

বুকিং:-                    অনলাইন - mptourism.com
কলকাতার ঠিকানা ঃ Chitrakoot, Room no. 7, 6th Floor, 230/A, A.J.C. Bose Road, kol-20. PH: (033)22833526/ 32979000, e-mail: Kolkata@mptourism.com, Monday to Saturday – 11am to 5pm.  

No comments:

Post a Comment