টাকার অধঃপতন ও বিদেশ
ভ্রমণের স্বপ্নভঙ্গ।
টাকার দাম
হুড় হুড় করে পড়ছে। খোলামকুচি কে প্রায় ছুঁ’ল
বলে। দেশের অর্থমন্ত্রী প্রবল ঘাবড়ে গিয়ে সবাইকে না ঘাবড়ানোর পরামর্শ দিচ্ছেন।
অর্থনীতির পণ্ডিতরা হয় চুপ নয় আবোল তাবোল বুকনি ঝাড়ছেন। এর মধ্যে সবচেয়ে মুশকিলে
পড়েছেন সেইসব মানুষেরা অল্প অল্প করে টাকা জমিয়ে যারা জীবনে প্রথমবার বা দ্বিতীয়বার
কোন একটা বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছিলেন। ইউরোপ বা আমেরিকা বা নিদেন পক্ষে
ব্যাংকক। তাদের ইচ্ছেয় জল ঢেলে দিচ্ছে টাকার এই অধঃপতন। যেসব ট্রাভেল এজেন্সি
বিদেশে বেড়াতে নিয়ে যায় তারা আগে কিছুটাকা নিত ডলারে বাকিটা ভারতীয় টাকায়; খবর
পাওয়া যাচ্ছে এখন তারা পুরোটাই চাইছে ডলারে। এবার পুজোয় ইচ্ছে থাকলেও ‘বাই-বাই
ব্যাংকক’ বলা তাই অনেকেরই বাতিল হছে। এখনই খরচ বেড়ে গেছে প্রায় ৩০%।
দেশের
ভেতরেও অনেক গন্ডগোল। কাষ্মীরে সমস্যা, উত্তরাখন্ডে প্রাকৃতিক বিপর্যয়, দার্জিলিং
এ ঝামেলা। যাবেন কোথায়? কেন মশাই, দেশে আর জায়গা নেই। একটা কথা বলি টাকার অধঃপতনে
সবচেয়ে খুশি হয়েছে আমাদের দেশের কিছু পর্যটন ব্যাবসায়ী, বিশেষ করে কেরল আর গোয়া’র।
বিদেশীদের জন্য ভারতে বেড়ানোর খরচ বেশ কমে গেছে। এবার তাই এই দুই জায়গার পর্যটন
ব্যাবসায়ীরা প্রচুর বিদেশী পর্যটক আশা করছেন। বিদেশীদের কমলেও আপনার খরচ কিন্তু
বেশ বাড়বে।
পুজোতো প্রায় এসেগেলো, যারা বেড়াতে যাবার টিকিট কেটে ফেলেছেন তারা গোছগাছ শুরু করুন; আর যাদের কিছুই ঠিক হয়নি তারা কাছাকাছি কোন জায়গার কথা ভেবে ফেলুন। পুজোর ছুটিটা এবার অনেক লম্বা। বাঁকুড়ার একটা দল এবার পুজোয় জাচ্ছে ভাইজাগ- আরাকু ভ্যালী, চল্লিশজন একসাথে। না কোন ট্রাভেল এজেন্সী মারফত নয় নিজেরাই দল বেঁধে। বেড়িয়ে এসে প্রতিবেশীকে গল্প শোনানোর চাইতে সব প্রতিবেশী একসাথে বেড়াতে গেলে মাথা পিছে খরচা কিন্তু অনেক কমে। ভেবে দেখতে পারেন।
No comments:
Post a Comment