Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Thursday, 28 June 2012

Tourists Boom in Kashmir


কাশ্মীরে পর্যটকের ঢল
Shrinagar., Kashmir
কার্ফুর কবলে নির্জন শ্রীনগর ৮-৬-২০১০। এ শুধু স্মৃতি হয়ে থাক।
এক সময় আতঙ্কবাদীদের আতঙ্ক কাশ্মীরকে পর্যটক শূন্য করে ছেড়েছিল। এমনকি ২০১০ সালেও জুন-জুলাই মাসে দিনের পর দিন প্রায় গোটা কাশ্মীর জুড়ে কার্ফু জারি থেকেছে। ঊপত্যাকার হোটেল গুলোর তখন ছিল মাছি তাড়ানোর অবস্থা। ক্লান্ত ভঙ্গিতে ফাঁকা পড়ে থাকত ডাল লেকের হাউসবোট গুলো। এ বছর পরিস্থিতি সম্পুর্ন আলাদা। রাজনৈতিক কারন যাই হোক কাশ্মীর এবার খুবই শান্ত। কাশ্মীর উপত্যকার সৌন্দর্য্য আর মনোরম আবহাওয়াকে চেটেপুটে উপভোগ করার জন্য তাই পর্যটকের ঢল নেমেছে। এ বছর এখনো পর্যন্ত সরকারী সুত্র অনুযায়ী খবর প্রায় সাড়ে পাঁচলাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন, তার মধ্যে প্রায় সাতাশ হাজার বিদেশী পর্যটকও আছেন। গত বাইশ বছরে এটা একটা রেকর্ড। এরই মধ্যে গত ২৫শে জুন থেকে শুরু হয়েছে কাশ্মীরের অন্যতম প্রধান তীর্থ-পর্যটন অমরনাথ যাত্রা। তাতেও বেশ কয়েক লক্ষ পর্যটক কাশ্মীরে আসবেন। ফল হোটেলে তীব্র স্থানাভাব, ঘর ভাড়া কোথাও দ্বিগুন কোথাও বা তিনগুন। কাশ্মীরে যারা নিজেদের ঘর পর্যটকদের ভাড়া দেন সরকার তাদের  উৎসাহ দানের কথা ঘোষনা করেছে। সব মিলিয়ে  ভূস্বর্গ এখন গমগম করছে।