বেলুনে চড়ে কাশ্মীর
কেমন হবে যদি কাশ্মীর (Kashmir) বেড়াতে গিয়ে বেলুনে চড়ার সুযোগ পান।
মাটি থেকে বেশ কয়েকশ ফুট ওপরে গিয়ে কাশ্মীর উপত্যকাকে দেখার সুযোগ অবশ্যই
লোভনীয়। কাশ্মীরে বেড়াতে আসা ট্যুরিস্টদের
জন্য অতি সম্প্রতি (জুন-২০১২) অ্যারো-বেলুনিং (aero-ballooning) ব্যাবস্থা চালু হয়েছে শ্রীনগরে ডাল লেকের তীরে। এই ধরনের
একটা বেলুন একবারে পাঁচজন লোককে নিয়ে ১০০ থেকে ১২০ মিটার উপরে উঠে যেতে পারে।
তাহলে, পরের বার শ্রীনগর গেলে অবশ্যই চেপে দেখবেন এই বেলুনে।