দশাশ্বমেধে একটা বেলা।
মাইলস্টোনের সংখ্যাগুলো ধিরে ধিরে কমছিল। দশ, নয়, আট, সাত- তার পর থমকে গেল।
প্রায় চল্লিশ মিনিট বাসে বসে থাকার পর নামলাম। সামনে-পিছনে বিশাল ট্রাফিক জ্যাম। এ
জট ছাড়তে ক’ঘন্টা লাগবে কে জানে! রাস্তার পাশে একটা দোকানে চা খেতে খেতে জিজ্ঞাসা
করলাম –‘ইহাঁসে মন্দির কিত্না দূর হ্যায়?’ –“কৌন সা মন্দির?” বুঝলাম আহাম্মকের মত
প্রশ্ন করেছি। এটা তারকেশ্বর নয়- বারাণসী। লোককথা অনুযায়ী বারাণসীতে মন্দিরের
সংখ্যা একলক্ষ। অন্তর্জাল বেদ উইকিপিডিয়া মতে সংখ্যাটা সাতাশ হাজার।