মিষ্টির টানে ফিরে দেখা
মদনমোহনের দোলযাত্রা
|
দোল বা হোলিতে আমরা অনেক জায়গায় অনেক কারনে বেড়াতে
যাই। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে, কোথাও বা আকাশ লাল করা শিমুল পলাশ দেখতে, কখনোও বা
দুদিনের ছুটি কাটাতে বেড়িয়ে পড়ি। এবার সবান্ধবে পাড়ি দিলাম আমার নিজের দেশের বাড়ি,
দোল উৎসব দেখতে। আর হ্যাঁ মিষ্টি দেখতে আর খেতে।
অতিকায় মিস্টি
|
বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে ৮কিমি ভিতরে
দোগাছিয়া গ্রাম। এই গ্রামের সবচেয়ে বড়ো উৎসব হল দোলযাত্রা। এখানে এই উৎসব পূর্ণিমার
দিন থেকে শুরু হয়ে পালিত হয় চারদিন ধরে। উৎসব শুরুর আগের দিন রাত্রে ন্যাড়া পোড়া
দিয়ে এর সূচনা। একটি বিরাট