ট্রেনের খবর জানার
জন্য স্মার্টফোন অ্যাপ্স
ভারতীয় রেল যাত্রীরা
এখন থেকে তাদের তাদের স্মার্টফোনের
মাধ্যমে ট্রেন সঙ্ক্রান্ত খবরাখবর পেতে পারেন। এই উদ্দেশ্যে RailYatri.in একটি বিশেষ স্মার্টফোন অ্যাপ তৈরি করেছে যার নাম National
Railyatri Alert System (NRAS)। এর মাধ্যমে ট্রেন
যাত্রীরা তাদের যাত্রাপথ, ট্রেন এবং তাদের গন্তব্য বিষয়ে বিভিন্ন তথ্য পাবেন। এমনকি
যাত্রীরা তাদের যাত্রাপথে সম্ভাব্য ভীড়, উৎসব-অনুষ্ঠান ইত্যাদি আনুষঙ্গিক বিষয়েও
জানতে পারবেন এর মাধ্যমে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আপনার স্মার্টফোনের
মাধ্যমে m.railyatri.in এ লগ অন করতে হবে।