টাকার অধঃপতন ও বিদেশ
ভ্রমণের স্বপ্নভঙ্গ।
টাকার দাম
হুড় হুড় করে পড়ছে। খোলামকুচি কে প্রায় ছুঁ’ল
বলে। দেশের অর্থমন্ত্রী প্রবল ঘাবড়ে গিয়ে সবাইকে না ঘাবড়ানোর পরামর্শ দিচ্ছেন।
অর্থনীতির পণ্ডিতরা হয় চুপ নয় আবোল তাবোল বুকনি ঝাড়ছেন। এর মধ্যে সবচেয়ে মুশকিলে
পড়েছেন সেইসব মানুষেরা অল্প অল্প করে টাকা জমিয়ে যারা জীবনে প্রথমবার বা দ্বিতীয়বার
কোন একটা বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছিলেন। ইউরোপ বা আমেরিকা বা নিদেন পক্ষে
ব্যাংকক। তাদের ইচ্ছেয় জল ঢেলে দিচ্ছে টাকার এই অধঃপতন। যেসব ট্রাভেল এজেন্সি
বিদেশে বেড়াতে নিয়ে যায় তারা আগে কিছুটাকা নিত ডলারে বাকিটা ভারতীয় টাকায়; খবর
পাওয়া যাচ্ছে এখন তারা পুরোটাই চাইছে ডলারে। এবার পুজোয় ইচ্ছে থাকলেও ‘বাই-বাই
ব্যাংকক’ বলা তাই অনেকেরই বাতিল হছে। এখনই খরচ বেড়ে গেছে প্রায় ৩০%।