Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Sunday, 15 July 2012

ইকোট্যাক্স এবং নতুন বন পর্যটন নীতি


ভারতবর্ষের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল এবং বনের মধ্যে থাকা তীর্থপর্যটন কেন্দ্র গুলিতে (৬০০র বেশী ) পর্যটন নিয়ান্ত্রনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক এক গাইডলাইন সুপারিশ করেছে। সুপ্রীম কোর্টে এক জনস্বার্থ মামলার মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রক এই সুপারিশ গুলি করেছে। ওই সব জায়গাগুলোতে পর্যটন পুরোপুরি বন্ধ করে দেবার কথা না বললেও পরিবেশ মন্ত্রক স্বীকার করে নিয়েছে ব্যাঙের ছাতার মত পর্যটন পরিকাঠামো বৃদ্ধির কারনে ওই সব অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এই ধরনের জায়গাগুলোতে তাই স্থানীয় অধিবাসী ভিত্তিক এবং স্থানীয়
অধিবাসী পরিচালিত (“community- based” and “community driven”) ইকো ট্যুরিজমকে (Eco Tourism) বিশেষভাবে উৎসাহিত করা হবে। যে সব পর্যটন ব্যাবসায়ী এই ধরনের অঞ্চলে ব্যাবসা করবেন তাদের কাছ থেকে ১০% ইকো ট্যাক্স (Eco Tax) নেওয়ার কথাও ওই সুপারিশে বলা হয়েছে। এই টাকা স্থানীয় বাস্তুতন্ত্রের সংরক্ষনে ব্যাবহার করা হবে। এছাড়াও ওইসব অঞ্চলে ব্যাবসা করা সমস্ত পর্যটন ব্যাবসায়ীদের কঠোর ভাবে ‘New Green Rules’ মেনে চলতে হবে। এর মধ্যে প্রধান হল পর্যটন পরিকাঠামোতে ব্যাবহৃত বিদ্যুতের অন্তত পঞ্চাশ শতাংশ অচিরাচরিত উৎস (সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ইত্যাদি) থেকে হতে হবে। এছাড়াও জ্বালানি হিসাবে কাঠের ব্যাবহার নিষিদ্ধ।