Amarnath Yatra is probably the toughest pilgrimage in India. According to Hindu mythology Lord Shiva spoke the secret of immortality to His wife Devi Parvati in a cave of the Himalaya. This cave is now in the state Jammu & Kashmir. People go there from all over the country. The Yatra takes place every year in the months of Jully-August for about one month only. During other time of the year the place remains under the cover of deep snow and almost inaccessible. If you are not a so-called religious people you can join Amarnath Yatra as an adventure, where you can feel the thrill of trekking to an altitude of 14500 feet, face the challenge of ever changing weather and situations. You will be in the midst of nature in such a close proximity where there is nothing man made around you save few tents. But, beware of one thing, Himalaya does not tolerate audacity. You should also show respect to other people's feelings.
অমরনাথের পথে
অচ্যুত সিংহ
এ পারফেক্ট স্কোয়ার। অমরদা, বিজয়, বিমান এবং আমি। চারজনে বেরিয়েছি; লক্ষ্য অমরনাথ গুহা। অনেক পরিকল্পনা, রেজিস্ট্রেশন (জম্মু-কাশ্মীর ব্যাঙ্কে অমরনাথ যাত্রী হিসাবে যাত্রা পারমিট নেওয়া), কেনাকাটা, গোছগাছ এবং প্রায় দুহাজার কিলোমিটার ক্লান্তিকর ট্রেনযাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছলাম জম্মু স্টেশনে। তখন দুপুর গড়িয়ে বিকেল। যে ট্রেনে (হিমগিরি এক্সপ্রেস) এসেছি তা হাওড়ায় ছেড়েছিলই চব্বিশ ঘন্টা দেরিতে, অর্থাৎ আমরা আমাদের শিডিউল থেকে আঠাশ ঘন্টা পিছিয়ে। কাশ্মীর এর পরিস্থিতি খুব গোলমেলে। আসার আগে বহুবার টিভিতে দেখিয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় সরকার বিরোধী আন্দোলন চলছে। পুলিশ এবং প্যারামিলিটারিদের দিকে আন্দোলনকারীরা পাথর ছুঁড়েছে। আনেক জায়গায় পুলিশ গুলি চালিয়েছে। বেশ কিছু যুবকের মৃত্যু হয়েছে। প্রায় গোটা কাশ্মীর জুড়ে কার্ফু। অনেকেই তাই নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল; “কি দরকার বাপু, সুস্থ শরীরকে ব্যাস্ত করে”। তবুও আমরা যাচ্ছি।
|
The Holy Amarnath Cave |