Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।
Showing posts with label Himachal Pradesh. Show all posts
Showing posts with label Himachal Pradesh. Show all posts

Saturday, 21 April 2012

DALHOUSIE, THE CHARMING HILL STATION OF HIMACHAL PRADESH.




অপরূপা ডালহৌসি
   অচ্যুত সিংহ


Experience of a trip to Dalhousie, Location of Dalhousie, History of Dalhousie, how to go to Dalhousie, best season to visit Dalhousie , where to stay at Dalhousie, places to visit near Dalhousie, pictures of Dalhousie, distance of different Places from Dalhousie.
ডালহৌসি (Dalhousie), নামটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু কখনও যাওয়া হয়নি। এবারের ভ্রমন সূচীতে তাই নামটা রেখেছিলাম। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি’র (Lord Dalhousie) নামাঙ্কিত এই পাহাড়ি শহর ব্রিটিশরা তৈরি করেছিল ১৮৫৪ সালে, তাদের গ্রীষ্মাবাস হিসাবে। বর্তমানে এই শহর হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। ১৯৬৬ সালে ডালহৌসি আসে হিমাচল প্রদেশ রাজ্যে, তার আগে ছিল পাঞ্জাবে।

Snow peak,  Dalhousie
Snow peak from Dalhousie
পাঠানকোট (Pathankot) থেকে ডালহৌসির দূরত্ব ৯০ কিলোমিটার। তিন সাড়ে তিন ঘন্টার পথ। পাঠানকোট ছাড়াও জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, জলন্ধর প্রভৃতি সমতলের শহরের সাথে ডালহৌসির সরাসরি বাস যোগাযোগ আছে। তবে ট্রেনে এলে পাঠানকোটে নেমে যাওয়াই সুবিধাজনক। প্লেনে এলে অমৃতসর বা জম্মুতে নামতে হবে। দু’জায়গা থেকেই ডালহৌসি মোটামুটি ১৯০ কিলোমিটার। এ পথে ট্যাক্সিও পাওয়া যায়। পাঠানকোট বাস স্ট্যান্ড থেকে ডালহৌসির বাসে চাপলাম, পাঞ্জাব রোডওয়েজ (Punjab Roadways) এর বাস। পাঠানকোট শহর ছাড়িয়ে বের হতেই শুরু হল সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বাস থেকেই দেখা যাচ্ছে ধৌলাধার পর্বতমালা। শুরু হল পাহাড়ি অরণ্যের মধ্য দিয়ে বাস যাত্রা। প্রায় দু’ঘণ্টা পর একটা জায়গায় বাস থামল। মাঝে কয়েকবার থেমেছিল যাত্রী নামা ওঠার জন্য। এবার ১৫ মিনিটের যাত্রা বিরতি।  জায়গাটার নাম দুনেরা। এখানে প্রচুর আমগাছ, এমনকি জঙ্গলের মধ্যেও। এপ্রিল মাসে সব মুকুলে ভরা। আবার যাত্রা শুরু হল। দুনেরা থেকে ডালহৌসি ৩৫ কিলোমিটার। ধিরে ধিরে উচ্চতা বাড়ছে। ডালহৌসি যাওয়ার পথে পাহাড়ের প্রকৃতিরও পরিবর্তন ঘটে, প্রথম দিকে ছিল কোয়ার্টজ বোল্ডার, ধিরে ধিরে দেখা মেলে হিমালয়ের পরিচিত পাললিক শিলা। প্রায় তিন ঘন্টা চল্লিশ মিনিট পর এসে পৌঁছালাম ডালহৌসি বাসস্ট্যান্ডে।